Header Ads

Header ADS

আপনি জানেন কি গ্রামের শিশুদের জীবন যুদ্ধের কথা ??



আপনি জানেন কি গ্রামের শিশুদের জীবন যুদ্ধের কথা ??






মরা যারা প্রত্যন্ত গ্রামাঞ্চলে ছোট থেকে বড় হয়েছি তারা হয়তো অনেকেই এ কাজটা করেছি ।

প্রতি বছর আমন  ধান কাটা শেষ হলে কিছু দিন জমিতে ফেলে রাখা হয় শুখানোর জন্য পরে সেখান থেকে ধান ঝরে পড়া ধান কুড়াতে ব্যস্ত হয়ে পড়তাম আমরা শিশু কিশোরা। আমি আমার ছোট বেলায় এ সব কাজ অনেক উপভোগ করতাম, সে সময় আমরা ছোটরা এক সাথে নিজেদের কিংবা অন্য কারো জমিতে পরে থাকা ধান আমরা সংগ্রহ করতাম। হাতে খুন্তি, কোদাল , ডালা, চালুন, , & ব্যাগ নিয়ে ,অনেক সময় ইঁদুরের গর্তের ভিতর থেকে অনেক পরিমানে ধান পাওয়া যেত।  তবে এ কাজ গুলা অনেক ভয়ের ও বেপার ছিল বটে। কারণ অনেক সময় ইঁদুরের গর্তে সাপ কিংবা বিষাক্ত পোকামাকড় পাওয়া যেত। তাই অনেক সময় জীবন নাসের ভয়ও ছিল। কিন্তু আমরা সে সময় এ সব কিছু তাওক্কা করতাম না। 

** গ্রামের ছেলে মেয়েরা কেন এ কাজ গুলা করে ?

আমরা যখন ছোট ছিলাম - আমাদের সবার টার্গেট থাকতো কে কত বেশি ধান সংগ্রহ করতে পারে।  অনেকে গরিব যাদের দিন এনে দিন খাই খেটেখাওয়া মানুষ আছে তাদের টার্গেট থাকতো কিছু ধান সংগ্রহ করে কিছু দিনের জন্য খাবার সংগ্রহ করা। আবার সংগ্রহ করা ধান বিক্রি করেই আমরা  শার্ট, প্যান্ট, জুতা কিংবা শীতের পোশাক কিনার জন্য ।আবার আমরা সে ধান  বিক্রি করে কোনো মেলায় যাওয়ার জন্য।


* আমি আমার ছোটবেলার কথা বললাম সেটা ২০০০ পরবর্তী সময়ের কথা কিন্তু বর্তমানে দিন দিন সেই ঐতিহ্য হারিয়ে যাচ্ছে। এখন অত্যাধুনিক যন্ত্রপাতি আসার কারণে কৃষকেরা ফসল আর মাঠে ফেলে রাখেন না।  তাই কৃষকের ফসলের ক্ষতি অনেক টা কমে গেছে কিন্তু সেই আগের দিনের ছোট শিশু কিশোরদের আর আনন্দ করতে পারে না। 

আমরা যারা ৯০ দশকে জন্মগ্রহণ করেছি এবং গ্রামে ছোট থেকে বড় হয়েছি তারা গ্রামের প্রাকৃতিক সব কিছু উপভোগ করতে পেরেছিলাম। এখন অনেক মিস করি সেই দিন গুলা।  যে সময় কোনো চিন্তা ভাবনা ছিল না , ছিলোনা কোনো ক্যারিয়ার নিয়ে চিন্তা।  স্কুল আর খাওয়া আর পাড়ার বন্ধুদের সাথে খেলাধুলা। 

***আমার এ কথা গুলা শহরের বা যারা এ সব না করেছেন তারা কেও উপলিব্ধি করতে পারবে না। কারণ যারা কোনো কিছু করেনি বা চোখে দেখেনি তারা সেই জিনিস সমন্ধে এতটা ফিলিং পাবে না।  এক কোথায় বলতে গেলে যদি কারো সামনে সারা দিন মিষ্টির বর্ণনা দেয়া দেয়া হয়, কিন্তু তাকে যদি খেতে না দেয়া হয় তাহলে সে মিষ্টির মজা বুঝতে পারবে না। 

পরিশেষে: ব্লগে এটা আমার প্রথম লেখা। সো যদি লেখার মাঝে কোনো ভুল হয়ে থাকে ক্ষমাশীল দৃষ্টিতে দেখবেন প্লিজ। আমি আমার গ্রামের জীবন নিয়ে এবং গ্রামের মানুষের জীবন নিয়ে কিছু কিছু লেখার চেষ্টা করবো ইনশাআল্লাহ। 

ENGLISH: 

Many of us who grew up in remote rural areas may have done just that.

Every year when the aman paddy is harvested, it is left on the land for a few days to dry.

When I was a child, I used to enjoy all these activities a lot.

Many times a large quantity of paddy could be obtained from inside the rat hole. However, this work was very scary and careless. Because many times snakes or poisonous insects could be found in rat holes. So many times there was a fear of life. But at that time we did not do all these things.

** Why do the boys and girls of the village do this work?

When we were little - we all had a target of who could collect the most rice. Many poor people who have a hard time eating and drinking have a target to collect some paddy and collect food for a few days.

We sell the collected paddy again to buy shirts, pants, shoes or winter clothes. Again we sell the paddy to go to a fair.

* I talked about my childhood, it is about the period after 2000, but now that day is losing that tradition. Now with the advent of sophisticated machinery, farmers no longer leave their crops in the field. So the loss of the farmer's crop has been reduced a lot but the small children and teenagers of that previous day can no longer rejoice.

Those of us who were born in the 90s and grew up in the village were able to enjoy all the natural things of the village. I miss that day a lot now. At that time there was no thought, there was no thought about a career. Eating at school and playing with friends in the neighborhood.

*** No one in the city of Gula or those who have done all this will be able to realize my words. Because those who have not done anything or seen it with their eyes will not get so much feeling about that thing.

One can say that if someone is given a description of sweets all day long, but if he is not allowed to eat, he will not understand the fun of sweets.

Finally: This is my first post on the blog. So if there is any mistake in the writing, please look at it with a forgiving look.

I will try to write something about my village life and the life of the people in the village inshaAllah.

No comments

Theme images by kamisoka. Powered by Blogger.